চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেলের সাথে ভটভটির মুখোমুখি সংঘর্ষে বায়েজিদ (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত বায়েজিদ জেলার শিবগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের শিহাব উদ্দিনের ছেলে।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী জুনায়েদ (১৯) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাবাজার হাজীপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল