নাটোরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালি এবং তথ্য মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে বেলা ১১টায় নাটোর শহরের কানাইখালী স্টেডিয়াম থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কানাইখালী স্টেডিয়ামে এসে শেষ হয়।
পরে সচেতন নাগরিক কমিটি নাটোর জেলা শাখার সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান, দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরচালক মোখলেছুর রহমান এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি নাটোর শাখার সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক প্রমুখ। সভায় উপস্থিত সরকারী কর্মকর্তা, ছাত্রছাত্রী, এবং নাগরিক বৃন্দ দুর্নীতি বিরোধী শপথ নেন।
সনাক সভাপতি রেজাউলক করিম রেজা জানান, দিনভর তথ্য মেলায় বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা, জনতার মুখোমুখী প্রশাসন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল