বিএনপি ও জামাত শিবিরের আগুন সন্ত্রাস, নৈরাজ্যে ও পুলিশের উপর হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় গাজীপুর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আতাউল্লা মন্ডল, গাজীপুর সদর মেট্রো থানা শাখা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো: ওয়াজউদ্দিন মিয়া, আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুল হাদি শামীম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ, আওয়ামী লীগ নেতা মো: আনোয়ার সাদাত সরকার, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিৎ মল্লিক বাবুসহ মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেন।
নগরীর চান্দনা চৌরাস্তা গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো: কামরুল আহসান সরকার রাসেল, যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর থানা ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ। একটি একটি বিক্ষোভ মিছিল চান্দনা চৌরাস্তা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এএ