ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়িসহ বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১ জন, নিয়মিত মামলার আসামি ২ জন ও জুয়া আইনে গ্রেফতার হয়েছে ৪ জন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, মামুন মিয়া (২৪), আশ্রাফুল আলম (২৮), ফয়সাল ফকির (৩০), জাকারিয়া আকন্দ (৪০), কামরুজ্জামান (৩৮), মতিউর রহমান (২৯) ও আবু তালেব (৪০)।
এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ