ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২২ পালন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় এ উপলক্ষে ফুলপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ গেট থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক দিয়ে ভাষা সৈনিক এম শামসুল হক চত্বর প্রদক্ষিণশেষে পুনরায় উপজেলা পরিষদ গেটে এসে শেষ হয়।
এরপর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে 'দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব' প্রতিপাদ্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পৌর মেয়র মিঃ শশধর সেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা বেগম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার প্রমুখ। এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ