ভূয়া মোবাইল অ্যাপের মাধ্যমে প্রতারণা করে গ্রাহকের ৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে চক্রের মূলহোতাসহ ৩ জনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হচ্ছে, চক্রের মূলহোতা মোঃ সানাউল ইসলাম (৪০) ও তার সহযোগি মোঃ সাইফুদ্দিন (৬০) এবং মোছাঃ রুলি আরা বেগম (৫৮)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মহল্লায়।
শনিবার রাত ৮টার দিকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, আটককৃতরা প্রতারণার মাধ্যমে প্রায় ১ হাজার গ্রাহকের কাছ থেকে ৬ কোটি টাকা আত্মসাৎ করে। ভুয়া অ্যাপ খুলে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল এবং এ চক্রের একটি গ্রুপ কম্বোডিয়াতে অবস্থান করছে এবং চক্রের বাকি সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থান করে আসছিল।
তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল শনিবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ পৌরসভার শেখটোলা মহল্লায় মোঃ সাইফুদ্দিনের বসত বাড়িতে অভিযান চালায়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন