বগুড়ার সারিয়াকান্দিতে ৩৮ কেজি ওজনের গাঁজার গাছসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গত সোমবার মধ্যরাতে সারিয়াকান্দির বোহাইল ইউনিয়নের শংকরপুর চর থেকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আকটকৃত ব্যাক্তি উপজেলার বোহাইল ইউনিয়নের শংকরপুর মধ্যপাড়া গ্রামের মৃত হোসেন সরকারের ছেলে জয়নাল আবেদিন (৫৫)। তিনি দীর্ঘ দিন যাবৎ মাদককারবারির সাথে জড়িত ছিল।
জানা যায়, সারিয়াকান্দি থানাধীন চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হুদা গত সোমবার রাতে উপজেলার বোহাইল ইউনিয়নের শংকরপুর চরে অভিযান পরিচালনা করে জয়নাল আবেদিনের বসতবাড়ি থেকে ৩৮ কেজি গাঁজার গাছটি উদ্ধার করে। গাছটির উচ্চতা ১৬ ফুট।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে দুর্গম চরাঞ্চলে অভিযান পরিচালনা করে একজন মাদককারবারিসহ গাজার গাছটি উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যাক্তির নামে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে বগুড়া জেলা জজ আদালতে প্রেরণ করা হয়। বগুড়াকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম