২৩ ডিসেম্বর, ২০২২ ১৪:০৮

মেহেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের এসএসসি-৯৭ ব্যাচের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  হয়েছে। এসএসসি ব্যাচ ৯৭- এর সভাপতি ডা. মো. কাজল আলী জানান, ৯৭-ব্যাচে নাক, কান, গলা ও শিশু বিশেষজ্ঞসহ ৩ জন ডাক্তার আছে। তারাসহ পাঁচজন চিকিৎসক মিলে দিনব্যাপী ৫শ জনকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে।

ডা. মো. কাজল আলী বলেন, মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ৯৭ ব্যাচের সবার সহযোগিতায় আমরা এ আয়োজন করতে পেরেছি। আগামীতে সমাজের উন্নয়নমূলক আরও কর্মসূচি গ্রহণ করব।

চিকিৎসা প্রদান শেষে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় ৫ ব্যক্তিকে স্বনির্ভর করার জন্য ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয় ।

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর