পাঠাগার উদ্বোধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
ব্যাচ-৮৯ এর উদ্যোগে স্কুলটির ২য় তলায় এই স্কুল পাঠাগার গঠন করা হয়। শুক্রবার সকালে ২৩ ডিসেম্বর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এই পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
ব্যাচ-৮৯ সৌজন্যে প্রতিষ্ঠিত লাইব্রেরীটিতে মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যসহ শিক্ষা বিষয়ক বই ছাড়াও রাজনীতি, জীবনী এবং বিনোদন সমৃদ্ধ বই পড়তে পারবেন পাঠকরা।বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আতিকুল রহমান সভাপতিত্বে পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক ইউনুছ মিয়া, আলহাজ্ব আব্দুল মতিন, নিখিল রঞ্জন দাস প্রমূখ।
সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সোহেইল মুশফিক, কাজী দীন মোহাম্মদ, ফয়সল আহমেদ খান, ইকবাল মাহমুদ সুজন, মামুনুর রশীদ, সোহরাব হোসেন মিঠু, রবিউল ইসলাম প্রমূখ।
ব্যাচ-৮৯ এর শিক্ষার্থীরা জানায়, অবসরে অথবা স্কুলে ক্লাসের ফাঁকে হাতের কাছে অনায়াসেই শিক্ষক শিক্ষার্থীরা বই পাবেন এই লাইব্রেরিতে। পছন্দের, বিজ্ঞান, সমাজ, ধর্মীয়, ব্যবসা-বাণিজ্য, ফিকশন-নন ফিকশন কিংবা রোমান্টিক নভেলসহ নানা ধরনের বইয়ের সমাহার থাকছে এই লাইব্রেরিতে।
বিডি প্রতিদিন/হিমেল