২৪ ডিসেম্বর, ২০২২ ১৫:০০

নেত্রকোনায় জেলা বিএনপির গণমিছিল

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় জেলা বিএনপির গণমিছিল

নেত্রকোনায় জেলা বিএনপির গণমিছিল

নেত্রকোনায় গণমিছিল করেছে জেলা বিএনপি। শনিবার সকালে জয়নগর সার্কিট হাউজের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা গণমিছিল বের করে। এরপর প্রধান সড়ক দিয়ে কিছুদূর কুরপাড় এলাকায় পুলিশ লাইন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।

এসময় সরকারের পদত্যাগ, ১০ দফা বাস্তবায়ন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ড. মো রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু ও জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কীসহ অনেকেই।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, সদস্য ফরিদ আহম্মেদ ফকির, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এস এম মুসা, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা তাঁতীদলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা মৎস্য দলের সদস্য সচিব মো. ইদ্রিস আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার আলম এলিন, শামছুল হুদা শামীম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমলসহ অনেকেই।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর