২৪ ডিসেম্বর, ২০২২ ২০:০৭

ঝালকাঠিতে জুয়ার আসর থেকে কারাগারে সাতজন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে জুয়ার আসর থেকে কারাগারে সাতজন

জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়

ঝালকাঠির রাজাপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকা থেকে তাদের আটক করে রাজাপুর থানা পুলিশ।

সূত্র জানায়, তারাবুনিয়া এলাকার মো. মানিক খানের বসতঘরে প্রকাশ্যে জুয়া খেলার খবরে পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফার নেতৃত্বে অভিযান চালানো হয়। জুয়ার আসর থেকে সাতজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠায়।

আটককৃতরা হলো- কাউখালি উপজেলার শিয়ালকাঠি গ্রামের বেলায়েত হোসেনের ছেলে মো. শামীম আকন, একই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে বাবু হাওলাদার, মোকসেদ আলী খানের ছেলে মহিদুল ইসলাম, সোবাহান হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার, রাজাপুর উপজেলার তারাবুনিয়ার গনি জমাদ্দারের ছেলে কামরুল হোসেন জমাদ্দার, রশিদ জমাদ্দারের ছেলে মজিবর জমাদ্দার এবং ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া গ্রামের কাওসার আলী সরদারের ছেলে এমাদুল সরদার।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ৭৫ হাজার টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি ও ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া খেলার অপরাধে রাজাপুর থানার এসআই মামুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর