সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে ২৩৯ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে র্যাব। রবিবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ অভিযান চালানো হয়।
আটককৃত ব্যক্তি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চরবয়ারমারী আমিনপাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে সাইফুল ইসলাম (৩৪)। সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার মুহিদুর রহমান খাঁন।
এই র্যাব কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাইফুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪ লাখ টাকা মূল্যের ২৩৯ গ্রাম হেরোইন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত মাদক কারবারি দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে বঙ্গবন্ধু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিডিপ্রতিদিন/কবিরুল