নাটোরের সিংড়ায় বেশি দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এর ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার বিভিন্ন বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছিল ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট। বিষয়টি জানার পর মঙ্গলবার বিকালে সিংড়া বাজারের মেসার্স চলনবিল ট্রেডার্সের মালিক মকবুল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাজারে সারের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা না করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। একই সাথে কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য জনসাধারণকে সচেতন করা হয়।
অভিযানের সময় সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস ও উপজেলা কৃষি অফিসার মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, সারের কোনো সংকট নেই। একটি মহল কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল