মাদারীপুরে ব্যবসায়ী জামাল হাওলাদারের ওপর কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার খুলনা-মাদারীপুর-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের মাদারীপুর শহরের চৌরাস্তা এলাকায় সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকার শতাধিক ব্যবসায়ী। পরে দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
গত ২৫ ডিসেম্বর মহিষেরচর এলাকার মুদি ব্যবসায়ী জামাল হাওলাদারকে কুপিয়ে জখম করে বেশ কয়েকজন। হামলায় গুরুতর আহত জামাল হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মানববন্ধনে মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়োজিদ হাওলাদার বলেন, কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। কিন্তু এখন পর্যন্ত মূল আসামিদের গ্রেফতার করা হয়নি। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল