শেরপুর সদর উপজেলার বার ঘরিয়া বকুলতলা (পোড়ার দোকান মোড়) এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ সোহেল (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যার আগে এই অঞ্চলের দায়িত্ব প্রাপ্ত র্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর নেতৃত্বে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। এই তথ্য র্যাব-১৪ এর পক্ষ থেকে প্রেস ব্রিফিং এ জানানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, সোহেল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন থেকে ওই মাদক কারবারি বিভিন্ন স্থান থেকে ইয়াবা আনে ও বিক্রি করে। সোহেলকে মামলাসহ শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোম্পানী কমান্ডার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ