মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে রিতা খাতুন(৩০) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জাকারুলের বিরুদ্ধে। রিতা খাতুন মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের জাকারুল ইসলামের স্ত্রীও দুই সন্তানের জননি।
মুজিবনগর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, গত রবিবার (১ জানুয়ারী) রাতে কথা কাটাকাটির জোর ধরে জাকিরুল কাঠ দিয়ে তার স্ত্রী রিতা খাতুনের মাথায় আঘাত করে। এ সময় রিক্তার চিৎকারে স্থানীয় গ্রামবাসি জাকিরুলে বাড়ি থেকে তাকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। আজ শনিবার সকালে তার মরদেহ মুজিবনগর এসে পৌঁছেছে।
মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, রিতার পরিবারের পক্ষ থেকে জাকারুল বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩, তারিখ-০৭-০১-২৩।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন