ময়মনসিংহের ফুলপুরে ৫ বোতল ভারতীয় মদসহ গোপাল আচার্য (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়া সঙ্গীয় এসআই জাহিদ হাসানকে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে পৌরসভার কাজিয়াকান্দা বকুলতলার প্রাণতোষ দেবনাথের মুদির দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বিপ্লবের ছেলে।
জানা যায়, গোপাল আচার্য বিক্রি করার জন্য এসব মদের বোতল বহন করে নিয়ে যাচ্ছিল। যা সরকারি নিয়মানুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। এসআই সুমন মিয়া জানান, উদ্ধারকৃত মদের বোতলগুলো ভারতীয়। এগুলোর গায়ে ইংরেজিতে লেবেল লাগানো রয়েছে। এর প্রতিটিতে ৭৫০ এমএল পরিমাণ মদ রয়েছে। যার প্রতিটির বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩ হাজার টাকা। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আসামী গোপালের বিরুদ্ধে ফুলপুর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ