গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় মজিবর শেখ (৫৫) নামে এক বালু ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুর গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গঙ্গারামপুর স্লুইচ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাটের হরিশচর গ্রামের কালা চানের ছেলে।
মুকসুদপুর থানার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পারিদর্শক হাবিবুর রহমান জানান, মজিবর শেখ ভ্যানে করে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে গোপালগঞ্জ থেকে টেকেরহাটগামী মুনস্টার নামে একটি লোকাল বাস ঘটনাস্থলে পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং বালু ব্যবসায়ী মজিবর ঘটনাস্থলে নিহত হন।
এ ঘটনায় ভ্যান চালক আকতার শেখ (২৭) গুরতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরো জানান, বাসটি পুলিশ জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/এএ