নাটোরে শনিবার সকালে বালু বোঝাই ড্রাম ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। নিহত মোঃ আয়নাল হোসেন (৪৫) রাজশাহীর পুঠিয়া উপজেলার গন্ডগোয়ালি গ্রামের নজির হোসেনের ছেলে। নিহত আয়নাল হোসেন বাড়ি থেকে ইঞ্জিন চালিত ভ্যানে পাবনার ঈশ্বরদী যাওয়ার পথে নাটোর সদরের কাফুরিয়া ইউনিয়নর চাঁদপুর বাজারে বালু বোঝাই ড্রাম ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে হাইওয়ে পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বিডি প্রতিদিন/এএ