লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদীর তীরে ইজতেমা মাঠে খলিলুর রহমান (৬৫) নামে এক মুসল্লির মুত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় পাটগ্রাম ধরলা নদীর তীরে জেলা ইজতেমা মাঠে মারা যান তিনি।
মৃত খলিলুর রহমান লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের শিরামধুরাম গ্রামের বাসিন্দা।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এক মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় ইজতেমা মাঠে বুকের ব্যথা অনুভব করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মাগরিবের নামাজের প্রস্তুতি নেওয়ার সময় বুকের ব্যথা অনুভব করে ইজতেমার মাঠে অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ। পরে ইজতেমা মাঠে দায়িত্বরত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল তাকে নিয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ইজতেমা আয়োজক কমিটির সাইফুল ইসলাম বলেন, তিন দিনব্যাপী জেলা ইজতেমা মাঠে আখেরি মোনাজাত শেষে সন্ধ্যায় নামাজের জন্য সবাই প্রস্তুত নেওয়ার সময় মুসল্লি খলিলুর রহমান বুকের ব্যথা অনুভব করে এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত