ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক যুবক নিজের গোপনাঙ্গ নিজেই কেটেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামে অবস্থিত একটি কারখানায় কর্মরত ওই যুবক বাথরুমের মধ্যে নিজের গোপনাঙ্গ কেটে ফেলেন।
ভুক্তভোগী শ্রমিকের নাম শাহিন আলম (২৬)। তিনি ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে কারখানার বাথরুমের ভেতরে ঢুকে ব্লেড জাতীয় কিছু দিয়ে নিজের গোপনাঙ্গ কাটেন শাহিন। পরে তার গোঙানোর শব্দ শুনে তার থাকার কক্ষের অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে শাহিন আলম তার নিজের গোপনাঙ্গ কর্তন করেছেন। তাকে ফরিদপুর থেকে ঢাকায় নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই