আওয়ামী লীগ সরকার নিজ স্বার্থের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের আইন বাতিল করেছে। সেই আইন পুনর্বহাল করে করতে হবে। নয়তো এই বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহাজাদা মিয়া।
রবিবার সন্ধ্যায় শহরের চৌরাস্তা এলাকায় বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র মেরামতের রূপরেখা সংক্রান্ত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।
এসময় জহিরুল হক শাহাজাদা মিয়া আরো বলেন, আওয়ামী সরকার যতোগুলো আইন প্রনয়ণ করেছে সবই কালো আইন। তারা বিরোধী দলগুলোকে দমনপীড়নের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছে। তার বিরুদ্ধে কথা বললেই এ আইনে মামলা চাপিয়ে দেয়া হয়। যেটা জামিন যোগ্য নয়।
এসময় তিনি আরো বলেন, এই সরকার কথায় কথায় বলেন, পদ্মা সেতু আমাদের টাকায় করেছি। পদ্মা সেতু ওনাদের টাকায় না, এ দেশের জনগণের টাকায় করা। আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার আমলে এই পদ্মা সেতু নির্মাণের প্রকল্প পাশ করিয়েছিলেন ১০ হাজার ৮০০ কোটি টাকায়। তিনি পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন পর্যন্ত করেছিলেন। সেই ব্রিজ হয়েও যেতো। কিন্তু এই সরকার সেই ব্রিজে ৫০ হাজার কোটি টাকা খরচ করে বলে এই ব্রিজ ওনার সম্পদ। এই ঋণের টাকা আমাদের সকলের দিতে হবে। এখন এই দেশে একটা শিশু জন্মগ্রহণ করে হাজার হাজার টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে। আওয়ামী লীগ সরকার এদেশের ১৮ কোটি মানুষকে ঋণের বোঝায় জর্জরিত করে ফেলেছে।
মাদারীপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট জাফরআলী মিয়ার সভাপতিত্বে ও বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, বিএনপির সদস্য সচিব জেলা জাহান্দার আলী জাহান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ পারভেজ ও অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এএ