ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝে ১১ বান্ডিল ঢেউটিন ও শীতবস্ত্র দিয়েছে সহযোগিতা করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন। মঙ্গলবার উপজেলার বকুয়া ইউনিয়নের বটতলা গ্রামে গিয়ে এসব বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম পুষ্প, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহেরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন বলেন, কিছুদিন আগে হরিপুর উপজেলার এই বকুয়া ইউনিয়নে অঙ্গিকান্ডের ফলে ৭টি পরিবারের সব পুড়ে যায়। আমি বিষয়টি জানতে পেরে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সাথে কথা বলে তাদের মাঝে এসেছি।
বিডি প্রতিদিন/হিমেল