বাগেরহাটের মোরেলগঞ্জে মাধ্যমিক স্কুল পর্যায়ের দুইদিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়েছে। বুধবার বেলা ১০টায় অম্বিকা চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের এ খেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান।
উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াদ হাসান, প্রধান শিক্ষক আব্দুল মালেক, নজরুল ইসলাম, মো. শফিকুল ইসলামসহ অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।
এবারের ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার ৮০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ