টঙ্গীতে ইজতেমা ময়দানের নিরাপত্তা পরিকল্পনা বইয়ের উন্মোচন অনুষ্ঠান আজ বুধবার দুপুরে ময়দান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজিপি (অপারেশন) আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ট্যুরিস্ট পুলিশ) মো. হাবিবুর রহমান, জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম, ডিসি (ক্রাইম) ইলতুৎ মিস. ডিসি মাহাবুবু-জ্জামান প্রমুখ।
উন্মোচন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রেস বিফ্রিংকালে বলেন, ময়দানে খিত্তা ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এখানে সাদা পোশাকে পুলিশ র্যাব বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া জেলা প্রশাসন, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর মেট্রোপলিটন, রেলওয়ে পুলিশ সবাই এক সাথে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে মুসল্লিদের সেবা দেয়া হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ১৪টি কন্ট্রোল রুম, সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার থাকবে। র্যাবের পক্ষ থেকে কন্ট্রোল রুম, আকাশ পথে হেলিকপ্টার দিয়ে মনিটরিং, মোবাইল, ফুড পেট্রোল,নৌ-টহল টিম থাকবে। আপনারা সবাই ময়দানে আসতে পারবেন। কোনো সমস্যা নেই। মুসল্লিদের কোনো সম্যসা হলে যেকোনো মুহূর্তে ৯৯৯ নাম্বারে কল করলে পুলিশি সেবা পাবে।
তিনি আরও বলেন, আগত মুসল্লিদের সেবায় বিভিন্নস্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। জুমার নামাজের দিন কিংবা আখেরি মোনাজাতের দিন কোন সড়ক চলবে কিংবা বন্ধ থাকবে সে বিষয়েও নির্দেশনা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/ফারজানা