ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে জেলা ক্রীড়া অফিস আয়োজিত বিভিন্ন স্কুলের অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান প্রতিবন্ধী বিদ্যালয়ে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। উক্ত প্রতিযোগিতায় প্রায় ৭০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।
জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলাকানাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাস, ক্রীড়া সংগঠক জয়নাল আবেদিন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মশিউর রহমান প্রমুখ।
অপরদিকে বিকালে ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়। সদর উপজেলার উদয়পুর মতিয়ার রহমান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর মতিয়ার রহমান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস.এস সাখায়াত রেজা সেলিম, ঝিনাইদহ পৌরসভার প্যানেল মেয়র-২ টিপু সুলতান।
বিভিন্ন বিদ্যালয়ের মোট ৪৮ জন ছাত্র এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল