গাইবান্ধা থিয়েটারের ৩৫ বছর পূর্তিতে বুধবার থেকে চার দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমণ্ডলীর সদস্য আসাদুল্লাহ ফারাজী।
এরপর আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদল, উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব আরিফুল ইসলাম বাবু প্রমুখ।
এরপর পাতাখেলা, নাটক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মতলুবর রহমান, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না প্রমুখ। আগামী ১৪ জানুয়ারি উৎসবের সমাপ্তি ঘটবে।
বিডি প্রতিদিন/এমআই