দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময়ে বিরামপুর উপজেলার মৌ-পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার সকালে পার্বতীপুর রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঘন কুয়াশায় রেললাইনের পাশে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে রেলের কর্মচারী মানিককে খবর দেয় স্থানীয়রা। পরে রেল কর্মচারী মানিক পার্বতীপুর রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করেন।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এটিএম নুরুল ইসলাম এর সক্যকা নিশ্চিত করে জানান, রেলের কর্মচারী মানিকের দেওয়া তথ্যমতে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতের কোনো এক সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। তবে তার পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/এএম