সিরাজগঞ্জের পৌর এলাকায় কূপ খনন করতে গিয়ে মাটিচাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শহরের এস বি ফজলুল হক রোডের পৌর কাঁচাবাজার এলাকায় আব্দুর রহমানের বাসায় কূপ খনন করার সময় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের বাদশা শেখের ছেলে আশরাফ আলী (৫০)।
স্থানীয়রা জানান, গোশালা কাঁচাবাজার মার্কেট এলাকার স্বপ্না খাতুনের বাড়িতে একটি শৌচাগারের কূপ খনন করছিলেন আশরাফসহ তিনজন শ্রমিক। ১৭ ফুট গভীর খননের পর কূপের মধ্যে মাটির পাত বসাতে নিচে যান আশরাফ। এসময় হঠাৎ মাটি ধসে পড়লে আশরাফ চাপা পড়েন।
এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে দুই ঘণ্টার প্রচেষ্টায় অচেতন অবস্থায় আশরাফকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে, সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দুই নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আসাদুজ্জামান জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনদের অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম