চাঁদপুরের মতলব উপজেলার আমিরাবাদ বাজার মাছের আড়ৎ ও পিকআপ ভ্যান থেকে ৭২০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। জব্দ হওয়া জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।
বুধবার সন্ধ্যা ৬টায় মাছের আরৎ ও ১টি পিকআপ তল্লাশি করে আনুমানিক ৭২০ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম। পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
বুধবার সন্ধায় কোস্ট গার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এতথ্য জানান।
বিডি প্রতিদিন/এএম