গাজীপুরের টঙ্গী কলেজ গেইট এলাকায় বুধবার বিকালে বাসের ধাক্কায় নাসরিন নাহার অন্তরা (১৭) নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থী টঙ্গী চেরাগআলী দত্তপাড়া নাসিমুল হাসান বাবুর মেয়ে। দুই বোনের মধ্যে সে ছিল বড়। তার বাবা একটি বায়িং হাউজে চাকরি করতেন। সে স্থানীয় সাহাজউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ এর বিজ্ঞান বিভাগের ছাত্রী।
ছোট বোন উর্মি আক্তার জানান, সাড়ে বারটার দিকে বাসা থেকে কলেজ গেইট এলাকায় গিয়েছিল, সেখানে রাস্তা পার হওয়ার সময়ে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরতর আহত হয়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাসেক হাসপাতালে নিয়া হলে সেকানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।
বিডি প্রতিদিন/এএম