মৃদু শৈত্যপ্রবাহের কবল থেকে বের হতে পারছে না চুয়াডাঙ্গা। জেলায় প্রায় এক সপ্তাহ ধরে চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। বুধবার সকাল ৯টায় জেলার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফলে হাড়কাপানো শীত বিপর্যস্ত হয়ে পড়েছে জেলাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে অসহায় ও ছিন্নমূল মানুষেরা বিপাকে পড়েছেন।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, আগামী শুক্রবার পর্যন্ত অবস্থা থাকতে পারে। শনিবার কিছুটা মেঘলা হতে পারে। এর প্রভাবে শীত কিছুটা কমবে।
বিডি প্রতিদিন/এএম