ফরিদপুরে আজ বৃহস্পতিবার ৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) রাত হতে ঘন কুয়াশা পরায় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিনের বেলায়ও রাস্তায় হেড লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে।
প্রচন্ড শীতের কারনে অনেকেই ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না। মাঠে কাজ করতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন কৃষকেরা। গত এক সপ্তাহ ধরে মৃদু শৈত্য প্রবাহের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পরছে।
তাছাড়া শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে শিশু ও বয়স্ক ব্যক্তিরা ভর্তি হচ্ছেন। এর আগে, গত রবিবার ফরিদপুরের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ