চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় জেলা পরিষদ হলরুমে নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্যদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন।
সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন নারী সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মো. মোখলেসুর রহমান, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ প্রমুখ।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত পরিষদ সদস্যরা।
বিডি প্রতিদিন/এএম