ফরিদপুরের বোয়ালমারীতে ১১ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার গৃহ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে উপজেলার শেখরে আয়োজিত এক অনুষ্ঠানে ইউএনও মোশারেফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল চন্দ্র দাস।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, শেখর ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমেদ, আওয়ামী লীগ নেতা জামাল হাজী, এডভোকেট কোরবান আলী প্রমুখ।
উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর রথখোলা আশ্রয়ণ প্রকল্পে যারা ঘর পেলেন দুর্গাপুর গ্রামের হোসনেয়ারা বেগম, মোসা. ভুলু খাতুন, মো. শাহিদুল ইসলাম, মো. ফিরোজ মোল্যা, ছিরু শেখ, মো. সাদ্দাম শেখ, বাশার সরদার, রেজাউল মোল্যা, মো. জালাল শেখ, আজিজুর বিশ্বাস ও মিজানুর রহমান শেখ।
বিডি প্রতিদিন/এএম