ঝিনাইদহের শৈলকুপায় বিনামূল্যে নারী, পুরুষ ও শিশুসহ ২ হাজার মানুষের ব্লাড গ্রুপ নির্ণয়সহ স্বাস্থ্য সেবা প্রদাণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বগুড়া ইউনিয়ন পরিষদের সামনে দলিলপুর ব্লাড ডোনার ক্লাবের আয়োজনে এ স্বাস্থ্য সেবা প্রদাণ করা হয়।
সংগঠনটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর বগুড়া ইউনিয়নের স্বাস্থ্য সেবায় অংশগ্রহণ করেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষষ্ণ ডাক্তার লক্ষণ কুন্ডুসহ ১০ জন চিকিৎসক ও সেবিকারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম, ধলাহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান ও বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন