ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত মোটা চাকার রিকশার লাইসেন্স ও নিবন্ধন কার্ড জালিয়াতির দায়ে সুমন ঘোষ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন মসিকের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নগরীর ছোটবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয় ওই ব্যক্তিকে।
মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। যানজট নিরসনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার অন্যতম মিশুক, অটোবাইককে তারিখ ভিত্তিক রঙ পৃথক করাসহ ডিজিটাল রেজিস্ট্রেশন কার্ড ও নাম্বার প্লেট প্রদান। আটককৃত ব্যক্তি এই রেজিস্ট্রেশন কার্ড এবং নাম্বার প্লেট জালিয়াতি করে বিক্রি করছিল।
অভিযানকালে মসিকের সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম