রংপুর জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি উদ্যোগে বৃহস্পতিবার সকালে নগরীর বঙ্গবন্ধু চত্বরে ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাড হোসনে আরা লুৎফা ডালিয়া।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক মাজেদ আলী, জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হোসেন, যুবলীগ নেতা মাহামুদুর রহমান অভি, আসাদুজ্জামান সজিবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ