প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায়, হতদরিদ্র, দিনমজুরের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নোয়াখালী সদর-সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
জানা যায়, এমপি একরামুল করিম চৌধুরীর কম্বল বিতরণের ৫ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে দেখে যায় সড়কের পাশে থাকা দিনমজুর, অসহায়, হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করছেন তিনি। এসময় কম্বল পেয়ে খুশি হন দুঃস্থ শীতার্তরা।
সিফাত রহমান নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেন, আপনি যে দলের হন না কেন আপনি ভালো মনের মানুষ। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহপাক যেন সারা জীবন মানুষের পাশে রাখেন।
মো. রনী নামের আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেন, মানবতার জয় হোক। দোয়া ও ভালোবাসা রইলো। আপনার মত এমপি যদি সব জায়গায় থাকতো তাহলে গরীব অসহায় মানুষের মুখে আরো হাসি ফুটতো। আল্লাহ তাআলা যেনো আপনাকে দেক হায়াত দান করেন।
রুবেল আহমেদ নামের আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেন, জনগণের প্রতিনিধি হয়ে নিজ হাতে শীত বস্ত্র দান করেছেন। আমার কাছে ব্যাপারটা অসাধারণ লেগেছে। আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি।
সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমি প্রান্তিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। যাদের একটা কম্বল খুব দরকার তারাই পেয়েছে। আজ ৫০০ কম্বল বিতরণ করেছি। আগামী এক মাস পর্যন্ত কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত