বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। যেকোনো ব্যক্তির সমস্যা-অভিযোগ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়ে দিবেন। সরকারের সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রজাতন্ত্রের সকল কর্মকর্তাকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনিছুর রহমান, জেলা পরিষদের সদস্য মুকুল মিঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, থানার ওসি মো. আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আকতার বানু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেনসহ প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম