টাঙ্গাইলের সখীপুর সরকারি মুজিব কলেজে ছাত্র সংসদের দাবিতে কলেজের প্রশাসনিক ভবনের গেটে দুই ঘণ্টা তালা ঝুলিয়ে আন্দোলন করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১০ টায় তালা ঝুলিয়ে দুপুর ১২টায় তালা খুলে দিয়ে সখীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তারা।
এসময় উপস্থিত ছিলো কলেজ ছাত্রলীগের সভাপতি খঃ রকিবুল হাসান বিজয়, সাধারণ সম্পাদক সুমন সীমান্ত, শিক্ষার্থী আকিব খান, মো. সাগর দানী, ইমন দেওয়ান জয় প্রমুখ।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে কলেজ ছাত্রলীগের সভাপতি খঃ রকিবুল হাসান বিজয় বলেন, এই কলেজে ২০১০ সালে প্রথম ও ২০১৩ সালে দ্বিতীয়বার ছাত্র সংসদের নির্বাচন হয়। তারপর থেকে ১০ বছর ধরে কলেজে কোন ছাত্র সংসদ নাই। আমরা দ্রুত ছাত্র সংসদের নির্বাচন চাই এবং কলেজ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও নবীন বরণ অনুষ্ঠান করতে চাই।
কলেজের দায়িত্বরত অধ্যক্ষ কে.বি.এম. আব্দুল হাকিম বলেন, শিক্ষার্থীদের বলেছি তোমাদের দাবি নিয়ে আগামী রবিবার আমরা কলেজের শিক্ষক পরিষদের মিটিংএ আলোচনা করবো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন