জেলা প্রশাসনের উদ্যোগে নাটোরের নলডাঙ্গায় শীতার্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক শামীম আহমেদের পক্ষে নলডাঙ্গা উপজেলার নশরতপুর আদিবাসী পল্লীর ৫৫ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে শীতবস্ত্র চাদর বিতরণ করেন জাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক কালিদাস রায়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সংস্কারক সাজিদ আলী ঝর্ণা, জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন অফিসার দেরাজুল ইসলাম, সংবাদকর্মী আল আমিন, জাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিষদ নলডাঙ্গা উপজেলা শাখার এডহক কমিটির আহবায়ক মহেশ হেমব্রম।
বিডি প্রতিদিন/এএ