জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই একসঙ্গে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছেন, তা ইসলামের ইতিহাসে পাওয়া যাবে না।
শনিবার দুপুরে আক্কেলপুর সরকারি এম আর ডিগ্রি কলেজ মাঠে উপজেলার তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হুইপ স্বপন বলেন, আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদে আজান দেওয়া বন্ধ হয়ে যাবে বলে অপপ্রচার চালানো হয়েছিল। আওয়ামী লীগ সরকার টানা তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। দেশের কোথাও কোনো মসজিদে আজান তো বন্ধ হয়নি। এখন এমন ভ্রান্ত ধারণা অনেকটায় কেটে গেছে। তবে এখনো শতভাগ কাটেনি।
সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তারেক রহমান বিশ্বচোর। তার কারণে বিএনপির এমন দুরবস্থা সৃষ্টি হয়েছে।’
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, সাধারণ সম্পাদক আহসান কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত