চাঁদপুর জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. মনিরুল ইসলাম (৪৫) ইন্তেকাল করেছেন। সোমবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আবাসিক মেডিকেল অফিসার ডা. এএইচএম সুজাউদ্দৌলা জানান, ডা. মনিরুল ভোর সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুরের বাসায় মারা গেছেন। সকালে তার জানাজা চাঁদপুর সদর হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
ডা. মনিরুল ইসলাম কুমিল্লার মুরাদনগর উপজেলার নগরপাড় এলাকার সিরাজুল ইসলামের বড় ছেলে। চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডা.মনিরুল ইসলাম কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগ দেন। ২০০৯ সাল থেকে মৃত্যু পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগে কর্মরত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল