সারা দেশের ন্যায় খাগড়াছড়ি সদর ও মানিকছড়ি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র দুটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বেলা ১১টায় ভার্চুয়ালি গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন।
মসজিদ দুটির ভার্চুয়ালি উদ্বোধন উপলক্ষে জেলা সদরের নবনির্মিত খাগড়াছড়ি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. নাইমুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার উল আজিম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. নাজমুল শাকিবসহ মসজিদের ইমাম-মোয়াজ্জিনসহ অনেকে।
খাগড়াছড়ি জেলা সদরের শালবন এলাকায় ৪৩ শতক জায়গায় ১৪ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন এই মসজিদ নির্মাণ করা হয়। অপরদিকে মানিকছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩৪ শতক জায়গায় প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে অপর মসজিদটিও নির্মিত হয়। তিনতলা বিশিষ্ট খাগড়াছড়ি সদর ও মানিকছড়ি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র দুটির আয়তন ২৬ হাজার ৬২৪ বর্গফুট। এতে মসজিদে এক হাজার ৫০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
এসব মসজিদে রয়েছে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, অটিজম কর্নার, মিটিং রুম, ইসলামিক লাইব্রেরি, মেইন প্রেয়ার রুম, টিচার্স রুম, ইমাম রুম, গেস্ট রুম, মক্তব, হিফজখানা, কিচেন, ডাইনিং রুম, ডেড বডি ওয়াস রুমসহ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই