কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের সুকার ঘাট এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন উদ্ধারকারী দৌলতপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চিলমারী ইউনিয়নের সুকার ঘাট এলাকায় মুজাম মোল্লার ছেলে মামুন মোল্লা অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুন দৌড়ে পালিয়ে যায়। পরে তার বসত বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দু’টি ম্যাগাজিন ও পিস্তলের কাভার উদ্ধার করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/শফিক