নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া থেকে চোরাই মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত এক মাসে ২০টি মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত পরান (৩৮) উপজেলার চরমটুয়া ইউনিয়নের জেলে পাড়ার দুলাল মিয়ার ছেলে।
এর আগে, সোমবার রাতে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সত্যতা স্বীকার করেন।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে উপজেলার চরমটুয়া ইউনিয়নের মুরাদ মিয়ার খামার সংলগ্ন মসজিদের সামনে থেকে পরানকে ৩টি মোটরসাইকেলসহ যুবককে আটক করে। এসময় আরো তিনজন পালিয়ে যায়। মোটর সাইকেল গুলোর মালিকানা সম্পর্কে ব্যপক জিজ্ঞাসাবাদে চোরাই মোটরসাইকেল বলে স্বীকার করে আটককৃত পরান।পরে এই ঘটনায় আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত এক মাসে জেলা শহর মাইজদী, পুরাতন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থান থেকে ইঞ্জিনিয়ার হারুনের মোটর সাইকেল সহ অন্তত ২০টি মোটর সাইকেল চুরি হয়েছে। এ নিয়ে থানায় জিডিও হয়েছে একাধিক। এ নিয়ে চোর আতঙ্কে রয়েছে মোটরসাইকেল আরোহীরা। একটি চক্র দীর্ঘদিন থেকে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে ভুক্তভোগীরা মনে করেন।
বিডি প্রতিদিন/এএ