টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিয়ে, বখাটেপনা ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে অভিভাবক সমাবেশ করেছে বোয়ালী ডিগ্রি কলেজ । আজ মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ সমাবেশের সভাপতিত্ব করেন কলেজ প্রতিষ্ঠাতা এম এ রাজ্জাক।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, অধ্যক্ষ সাঈদ আজাদ, বোয়ালী সবুজ বাংলা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মওলানা ইব্রাহিম খলিল, সহকারী অধ্যাপক বদরুল আলম, প্রভাষক তোফাজ্জল হোসেন রানা প্রমুখ বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/এএ