নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইনে ফোন দিয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযোগ করেছেন এক ভোক্তা। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বেলা ১১টায় সিটি কর্পোরেশন এলাকার ফতুল্লা ভুঁইয়াপাড়া এলাকায় আল সাবাহ গলিতে ৪/৫ বাবুল বেপারী ও কামাল বেপারীর মালিকানাধীন বাড়িতে ওই অভিযান পরিচালনা করা হয়।
দুদক নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক ওমর ফারুক জানান, সংশ্লিষ্ট বাড়িতে অভিযুক্ত বাবুল বেপারী ও কামাল বেপারীর মালিকানাধীন বাড়িতে ৯টি তিতাস গ্যাস লাইনের অনুমোদন ছিল। কিন্তু তারা অবৈধভাবে ১৪টি সংযোগ অতিরিক্ত ব্যবহার করছিলেন। এর আগেও তিতাসের একটি টিম এই বাড়িতে অভিযান পরিচালনা করেছেন। তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার খুলে দিয়ে সিলগালা করা হয়েছে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন দুদক নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক বেলায়েত হোসেন, উপ-সহকারী পরিচালক মো. আলম মিয়া, সহকারী পরিদর্শক মো. শরিফুল ইসলাম ও নারায়ণগঞ্জ তিতাস গ্যাস দপ্তর ও ফতুল্লা মডেল থানার একটি টিম।
বিডি প্রতিদিন/এমআই