বরগুনা শিল্পকলা একাডেমীর সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সচেতন সাংস্কৃতিক কর্মীদের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ৩১ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে শিল্পকলা একাডেমীর বর্তমান সম্পাদক মনিরুজ্জামান নিজের পছন্দের ব্যক্তিদের সাধারণ সদস্য করেন। এদের মধ্য অধিকাংশই সাহিত্য-সাংস্কৃতিক জগতের সঙ্গে সম্পৃক্ত নেই।
প্রকৃত শিল্পী, গীতিকার, কবি ও লেখকদের আবেদন গ্রহণ না করে অসৎ উদ্দেশ্যে ভোটার তালিকা করা হয়েছে। সমাবেশ শেষে তারা জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমীর সভাপতি বরাবর স্মারকলিপি পেশ করেন।
এ বিষয়ে জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সদস্যদের আবেদনের পর যাচাই-বাছাই কমিটির মাধ্যমে চূড়ান্ত সদস্য তালিকা করা হয়েছে। ৪৮ জনের আবেদন কমিটিই বাতিল করেছে। এখানে আমার একক কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের সুযোগ নেই। যারা প্রতিবাদ করছে, তাদের প্রতিনিধিরাও যাচাই-বাছাই কমিটিতে ছিল।
বিডি প্রতিদিন/এমআই